চিড়িয়াখানায় নিষিদ্ধ পোশাক
ঢাকা: এখন থেকে লন্ডনের চেসিংটন চিড়িয়াখানায় যে কোনো পোশাক পরে দর্শণার্থীরা প্রবেশ করতে পারবেন না। আসলে ঘটনা হচ্ছে, অনেকেই পশু দেহের ছাপ আছে এমন পোশাক পরে চিড়িয়াখানায় প্রবেশ করেন। কিন্তু এতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ফলে পশুর চামড়ার ছাপ (অ্যানিমেল প্রিন্ট ক্লথ) আছে এমন কাপড় সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে কোনো দর্শণার্থী আর এমন কোনো কাপড় পরতে পারবেন না বলে জানিয়েছে তারা।
বিশেষ করে জেব্রা, জিরাফ, চিতা, বাঘ, হায়েনা এবং আফ্রিকার বন্যকুকুরের গায়ের মতো ছাপ আছে এমন পোশাক পরে চিড়িয়াখানায় প্রবেশ করা যাবে না। যারা এ ধরনের পোশাক পরে আসবেন তাদের জন্য বিকল্প পোশাকেরও ব্যবস্থা রাখা হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের অভিযোগ, দর্শণার্থীদের ‘অ্যানিমেল প্রিন্ট ক্লথ’ দেখে প্রাণীরা বিভ্রান্ত হচ্ছে। অনেক প্রাণী এসব পোশাক পরিহিত দর্শণার্থীদের স্বজাতি মনে করে কাছে যাওয়ার চেষ্টা করছে, আবার অনেকে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ছে।