ডোপ টেস্ট থেকে বাঁচতে কৃত্রিম লিঙ্গ
ডেস্ক রিপোর্ট: ইতালিয়ান দূরপাল্লার দৌড়বিদ ডেভিস লিসিয়ার্ডি ডোপ টেস্ট থেকে বাঁচতে ভূয়া ও কৃত্রিম লিঙ্গ লাগিয়ে তার ভিতরে ময়লা পানি ভরে মূত্র পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন। ডেভিসকে দেশটির অলিম্পিক কমিটি ডোপ টেস্টের জন্য ডাকলে তিনি এই পন্থা অবলম্বন করেন। কর্তৃপক্ষ বলছে, ইতালিয়ান এয়ার ফোর্সের খেলোয়াড় লিসিয়ার্ডিকে ইতালির লা ভোস ডি ইটালিয়ার ১০ কিমি দৌড় প্রতিযোগিতায় ড্রাগ গ্রহণ করার অভিযোগের ভিত্তিতে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছিল। সেখানে তিনি প্লাস্টিকের তৈরি কৃত্রিম লিঙ্গ সংযোজন তাতে জীবানু মুক্ত মূত্র ভরে কর্তৃপক্ষের চোখে ধূলো দেয়ার চেষ্টা করেছিল।
অলিম্পিক ডিসিপ্লিনারী প্যানেলের প্রধান কোনি বলেন, প্লাস্টিকের লিঙ্গ লাগানো ভালো কিন্তু তাতে অন্য কারো মূত্র রাখা অন্যায়। যদি দোষী প্রমাণিত হয়ে তাহলে লিসিয়ার্ডিকে চরম শাস্তি পেতে হবে।
লা স্টামপা নিউজ পেপার জানায়, কর্তৃপক্ষ লিসিয়ার্ডির সাম্প্রতিক উল্লেখযোগ্য সাফল্যের জন্য তার উপর নজর রাখছিল।

খাসখবর ডটকম
ডেস্ক রিপোর্ট: ইতালিয়ান দূরপাল্লার দৌড়বিদ ডেভিস লিসিয়ার্ডি ডোপ টেস্ট থেকে বাঁচতে ভূয়া ও কৃত্রিম লিঙ্গ লাগিয়ে তার ভিতরে ময়লা পানি ভরে মূত্র পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন। ডেভিসকে দেশটির অলিম্পিক কমিটি ডোপ টেস্টের জন্য ডাকলে তিনি এই পন্থা অবলম্বন করেন। কর্তৃপক্ষ বলছে, ইতালিয়ান এয়ার ফোর্সের খেলোয়াড় লিসিয়ার্ডিকে ইতালির লা ভোস ডি ইটালিয়ার ১০ কিমি দৌড় প্রতিযোগিতায় ড্রাগ গ্রহণ করার অভিযোগের ভিত্তিতে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছিল। সেখানে তিনি প্লাস্টিকের তৈরি কৃত্রিম লিঙ্গ সংযোজন তাতে জীবানু মুক্ত মূত্র ভরে কর্তৃপক্ষের চোখে ধূলো দেয়ার চেষ্টা করেছিল।
অলিম্পিক ডিসিপ্লিনারী প্যানেলের প্রধান কোনি বলেন, প্লাস্টিকের লিঙ্গ লাগানো ভালো কিন্তু তাতে অন্য কারো মূত্র রাখা অন্যায়। যদি দোষী প্রমাণিত হয়ে তাহলে লিসিয়ার্ডিকে চরম শাস্তি পেতে হবে।
লা স্টামপা নিউজ পেপার জানায়, কর্তৃপক্ষ লিসিয়ার্ডির সাম্প্রতিক উল্লেখযোগ্য সাফল্যের জন্য তার উপর নজর রাখছিল।