কম্পিউটারে সার্কিট বসিয়ে এনএসএ'র তথ্য চুরি
তথ্য পেতে বিশ্বের কয়েকটি দেশের অন্তত এক লাখ কম্পিউটারে সার্কিট ঢুকিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের এ কর্মকাণ্ডের শিকার হয়েছে চীন, রাশিয়া, ইইউ, ভারত, সৌদি আরব ও পাকিস্তানের কম্পিউটার।
মার্কিন যুক্তরাষ্ট্রের এ তৎপরতার মূল লক্ষ্য ছিল চীন ও রাশিয়ার সামরিক বাহিনী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য গ্রুপগুলো এবং ভারত, পাকিস্তান ও সৌদি আরবের বিভিন্ন এজেন্সি। এ লক্ষ্যে এনএসএ এসব দেশের অন্তত এক লাখ কম্পিউটারে বিভিন্ন ডিভাইস প্রবেশ করায়। এনএসএর নথির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয় বা সাংকেতিক ভাষা ব্যবহৃত হয় এমন কম্পিউটারের তথ্য পেতে এনএসএ সেগুলোতে বেতার তরঙ্গ প্রযুক্তি ব্যবহার করে।
চীন সবচেয়ে বেশি এ ধরনের ঘটনার শিকার হয়েছে। মার্কিন সরকার ও কোম্পানিগুলোর কম্পিউটার ব্যবস্থায় চীনা হ্যাকাররা এ ধরনের সফটওয়্যার বসাতে গেলেই যুক্তরাষ্ট্র তার তীব্র প্রতিবাদ জানাত।
আলজাজিরা জানিয়েছে, এ কর্মকাণ্ডের শিকার হয়েছে চীন, রাশিয়া, ইইউ, ভারত, সৌদি আরব ও পাকিস্তানের কম্পিউটার।