চাহিদা কমছে কম্পিউটারের
Kts নিউজ ডেস্ক:
কম্পিউটারের চাহিদা কমলেও বিক্রি বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের। কয়েক বছর ধরেই এমনটি ঘটছে। তবে এ বছর কম্পিউটারের বিক্রি প্রত্যাশার তুলনায় অনেক কম হবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে কম্পিউটার বিক্রির পরিমাণ কমে যাওয়াই এর অন্যতম কারণ।
প্রতিষ্ঠানতটির মতে, এবার কম্পিউটার বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় ৯.৭ শতাংশ পর্যন্ত কম হতে পারে। এর আগে প্রতিষ্ঠানটি কম্পিউটার বিক্রির পরিমাণ ৭.৮ শতাংশ কম হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
আইডিসির গবেষকরা আরো জানান, শুধু এ বছরই কম্পিউটার বিক্রিতে মন্দাবস্থা যাবে তা নয়। আগামী বছরও এ ধারা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে কম্পিউটার বিক্রির পরিমাণ কমে যাওয়াই এর অন্যতম কারণ।
জানা গেছে, এ বছর ট্যাবলেট কম্পিউটারের বিক্রি ৫৭.৭ শতাংশ বেশি হতে পারে বলেও জানিয়েছে আইডিসি।